ঘরে বসে Spoken English।।Munzereen Shahid

 

ঘরে বসে Spoken English



এই কোর্স সম্পর্কে

১. কোর্সটি কাদের জন্যে? 

  • যারা স্পোকেন ইংলিশ শেখার কথা ভাবছেন 
  • ইংরেজি বলতে গিয়ে যারা বন্ধুদের হাসির পাত্র হয়েছেন
  • গ্রুপ প্রেজেন্টেশনে কথা বলতে যাদের সমস্যা হয়
  • যাদের গ্রামারে আগ্রহ নেই
  • অবসরটাকে কাজে লাগাতে চাইছেন যারা
  • IELTS এর Speaking Test এ ভালো করতে চান যারা
  • ঘরে বসেই যারা ইংরেজিতে কথা বলার জড়তা কাটাতে চান

 

২. একজন শিক্ষার্থীর কেন এই কোর্সটি করা উচিত?

  • কোর্সটি করা যাবে যেকোনো সময়, যেকোনো জায়গায় নিজের ফোন থেকেই
  • ক্লাসগুলো ৮০টিরও বেশি এমন দৈনন্দিন পরিস্থিতির ওপর ভিত্তি করে বানানো যেখানে আমাদের ইংরেজি বলাটা জরুরি
  • ইংরেজিতে নিজের পরিচয় দেওয়া থেকে শুরু করে, প্রেজেন্টেশন দেওয়া, উপস্থাপনা করা, উচ্চারণ, অফিসের কথাবার্তা, চাকরি/ভিসার ইন্টারভিউ সব পরিস্থিতিকে ইংরেজিতে সামলানোর উপায় মিলবে এই কোর্সে
  • ভিডিও, নোট, ট্র‍্যান্সক্রিপ্ট, কুইজ, অডিওবুকের এই কমপ্লিট প্যাকেজে শেখার পাশাপাশি রয়েছে ঝটপট রিভিশন দিয়ে কুইজ দিয়ে নিজেকে যাচাই করার সুযোগও।

 

৩. কোর্সটি কোন সমস্যাগুলোর সমাধান করবে?

  • শেখা যাবে যখন খুশি যেখানে খুশি, নিজের ফোনেই।
  • গ্রামার বা মুখস্থ, প্রয়োজন হবে না কোনোটারই।
  • যেহেতু কোর্সের টিউটোরিয়ালগুলো দৈনন্দিন জীবনে ঘটা পরিস্থিতিভিত্তিক, তাই মনে রাখাটা সহজ হবে।
  • প্রতিটি লেকচারের সাথে পাওয়া যাবে ট্র‍্যান্সক্রিপ্ট, যেখানে ক্লাসটির বিস্তারিত ধারণা লিখিতভাবে পাওয়া যাবে। চটজলদি চোখ বোলানোর জন্যে আছে নোট, থাকছে অডিওবুক, আর প্রতি লেকচারের পর কুইজ দিয়ে নিজেকে যাচাই করার সুযোগ তো থাকছেই।

 

৪. কেন এই কোর্সটি আলাদা?

  • গ্রামার নয়, জোর দেওয়া হয়েছে দৈনন্দিন জীবনের ঘটা পরিস্থিতিগুলোতে যেখানে ইংরেজিতে কথা বলার প্রয়োজন পড়ে।
  • গতানুগতিক মুখস্থপ্রথা থেকে সরে এসে জোর দেওয়া হয়েছে নিজে শেখার ওপর। নিজে ক্লাস করে, নোট পড়ে, রিভিশন দিয়ে নিজেই পরীক্ষা দিয়ে নিজের দক্ষতা যাচাই করার সুযোগ থাকছে কোর্সটিতে।
  • কোর্সের শিক্ষিকা, মুনজেরিন শহীদ, ৫ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি তার স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন এবং দীর্ঘ সময় ধরে ইংরেজি শিক্ষা নিয়ে কাজ করছেন। তিনি এ বছর পূর্ণ স্কলারশিপ নিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইংরেজি শিক্ষার ওপর তার দ্বিতীয় স্নাতকোত্তর শুরু করেছেন। তার এত বছরের ইংরেজি শিক্ষা ও অভিজ্ঞতার ফলাফল হলো এই কোর্সটি।

 

৫) যেভাবে কোর্সটি কমপ্লিট করবেন এবং সার্টিফিকেট পাবেন: 

সম্পূর্ণ কোর্সে ভিডিও, কুইজ, ট্রান্সক্রিপ্ট, নোট এবং অডিওবুক এই ৫ ধরণের কনটেন্ট রয়েছে। কোর্সটি কমপ্লিট করে সার্টিফিকেট পেতে হলে একজন শিক্ষার্থীকে সবগুলো ভিডিও দেখে সবগুলো কুইজে অংশ নিতে হবে।  বাকি ৩ ধরণের কনটেন্ট শিক্ষার্থীর শেখার সুবিধার্থে দেওয়া হয়েছে। 

 

৬) যে কয়টি কনটেন্ট ফ্রি তে পাবেন:

কোর্সে মোট ৮৩টি ক্লাস রয়েছে। প্রতিটি ক্লাসের জন্যেই আলাদা করে ভিডিও, কুইজ, ট্রান্সক্রিপ্ট, নোট এবং অডিওবুক এই ৫ ধরণের কনটেন্ট রয়েছে। ১ম লেকচারের ৫টি কনটেন্ট অর্থাৎ ভিডিও, কুইজ, ট্রান্সক্রিপ্ট, নোট এবং অডিওবুক এই ৫টি কনটেন্টই ফ্রি। আর ২য়-৫ম ক্লাসের ক্ষেত্রে শুধু ভিডিওগুলো ফ্রিতে দেখা যাবে। বাকি কনটেন্টগুলো দেখতে হলে কোর্সটি কিনতে হবে। 

 

৭) যেভাবে কিনবেন: click here

  • নিজের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন অথবা সাইন আপ করুন
  • কোর্সের নিচের “Buy Now” অপশন ক্লিক করুন 
  • পেমেন্টের ধরণ নির্বাচন করে পেমেন্ট সম্পন্ন করুন

 

৮) কেনার পর যেভাবে কোর্সটি সম্পন্ন করবেন: কেনার পর নিজের অ্যাকাউন্টের “Your Courses” অপশনে কোর্সটি পাওয়া যাবে। আপনার কোর্সটি নির্বাচন করে ‘Start Learning’ বাটনে ক্লিক করুন। সেখান থেকেই কোর্সটি করা যাবে। সবগুলো লেসন এবং কুইজ সফলভাবে শেষ করার পর পেয়ে যাবেন সার্টিফিকেট!



Share:

Post a Comment

Copyright © 10 minute. Designed by OddThemes