তোমাদের প্রস্তুতি নেওয়াকে আরও সহজ ও আনন্দের করতে টেন মিনিট স্কুল নিয়ে এলো একটি চমৎকার Crash Course. এস এস সি ২০২১ Crash Course প্রোগ্রামে মাত্র ৪ মাসেই নাও সম্পূর্ণ প্রস্তুতি!
এই কোর্স সম্পর্কে
আসন্ন SSC 22 ব্যাচের জন্য বোর্ড কর্তৃক প্রদত্ত শর্ট সিলেবাস এর জন্য পূর্নাঙ্গ প্রস্তুতি নিতে আমরা আয়োজন করেছি SSC Crash Course. যেহেতু এখন সিলেবাস কমিয়ে ফেলা হয়েছে তাই ছোট সিলেবাস থেকেই করা হবে বেশি বেশি প্রশ্ন ৷ তাই প্রস্তুতিটাও হওয়া চাই বেশি৷ আমাদের প্রোগ্রামে শর্ট সিলেবাস কে মাথায় রেখে ১৭০ টি লেকচার শীট, ১৭০ টি লাইভ ক্লাস, ২২ টি মডেল টেস্ট,২২ টি সলভ ক্লাস করানো হবে শর্ট সিলেবাস এর উপর। তুমি যেনো নতুন শর্ট সিলেবাসে বেশি প্রস্তুতি সহকারে গুছিয়ে নিতে পারো সব তাই আমাদের সুদক্ষ আর অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষকেরা তৈরি আছেন Crash Course টিতে৷
কোর্সটি কাদের জন্য?
১. নতুন সিলেবাসে যারা খাপ খাইয়ে নিতে পারছোনা
২. নতুন সিলেবাসে প্রস্তুতির জন্য মডেল টেস্ট দিয়ে নিজেকে ঝালিয়ে নিতে চাইছো যারা
৩. শর্ট সিলেবাসে প্রস্তুতির জন্য গাইডলাইনের অভাব বোধ করছো যারা
৪. শেষ মুহূর্তে এসে যারা পুরো পড়াটা গুছিয়ে আনতে চাইছো
৫. যারা নিজের ভুলগুলো শনাক্ত করতে পারছোনা আর সুধরে নিতে চাইছো
৬. পরিবর্তিত প্যাটার্নে SSC পরীক্ষায় পূর্নাঙ্গ প্রস্তুতি নিতে চাও যারা
কোর্সটি করে কী লাভ?
১. কোর্সটি তোমার সুবিধামতন সময়ে যেকোনো জায়গায় থেকে মোবাইল, কম্পিউটার , ট্যাব দিয়ে করার সুবিধা রয়েছে
২. পড়ার রুটিন থেকে শুরু করে সবকিছুই এখানে ধারাবাহিক রুটিনে তোমাকে দেয়া হবে ঠিক তোমার SSC পরীক্ষার সময়কে মাথায় রেখে, তাই এখানে পাচ্ছো আমাদের রিসার্চড রুটিনে শর্ট সিলেবাসের পড়া গুছিয়ে নেয়ার সুযোগ
৩. নতুন রুটিনে কেমন হবে প্রশ্ন আর কত গভীর আসতে পারে, কোনটা আগে উত্তর করবো , কোনটাতে মার্ক্স উঠবে ভালো এরকম হাজারো প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের মডেল টেস্ট ও এর সল্ভ ক্লাস এর সুবিধা থাকবে।
কোর্সটি কিভাবে তোমাকে প্রস্তুত করবে?
১. কোর্সটি যেহেতু শর্ট সিলেবাসের আলোকে তৈরি তাই তোমাকে নতুন সিলেবাসে খাপ খাইয়ে নিয়ে আশানুরূপ ফলাফল অর্জন নিশ্চিত করবে।
২. কোর্সটিতে রয়েছে লাইভ ক্লাস সেশন যা শুধু তোমাদের শেখাবেই না বরং এই নতুন প্যাটার্নে তোমাদের গাইডলাইন দিবেন শিক্ষকেরা, যা তোমাকে মানসিকভাবে পরিক্ষার্থী হিসেবে গড়ে তুলবে।
৩. যেহেতু তোমাদের বেশ অনেকদিন স্কুল বন্ধ ছিল আর প্রাতিষ্ঠানিক প্রস্তুতি সেরকম ভাবে নিতে পারোনি তা মাথায় রেখেই কোর্সটি সাজানো যেনো মডেল টেস্ট ও সলভ ক্লাসের সমন্বয়ে তুমি তোমার ভুল এর জায়গাগুলো সুধরে নিতে পারো তোমার বাসায় বসেই।


Post a Comment