এই কোর্স সম্পর্কে
১) কোর্সটি কাদের জন্যে?
- স্কুল বা কলেজের যেসব শিক্ষার্থী আট- দশ বছর ধরে গ্রামার পড়ে যাচ্ছে কিন্তু তাও ইংরেজীটা শেখা হচ্ছে না;
- বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী যারা ইংলিশ অংশটা নিয়ে একটু চিন্তায় আছেন;
- বিসিএস বা যেকোনো চাকরির পরীক্ষার জন্য ইংলিশ ঝালিয়ে নিতে যান যারা।
২) একজন শিক্ষার্থীর কেন এই কোর্সটি করা উচিত?
- রুল মুখস্ত না করেও গ্রামার শেখার সহজ উপায়;
- প্রচুর উদাহরণের মাধ্যমে গ্রামারের সব বিষয় ব্যাখ্যা করা হয়েছে।
- কুইজএর মাধ্যমে নিজেকে পরখ করার সুযোগ;
- আছে প্রতিটি বিষয়ের উপর নোট; গ্রামারের যেই বিষয়গুলোতে বেশি ভুল হয় সেই বিষয়গুলোর উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে
৩) কোর্সটি কোন সমস্যাগুলোর সমাধান করবে?
গ্রামারের রুলের প্রতি অন্ধ নির্ভরতা নিয়ম মুখস্ত রাখার ঝামেলা রুল থেকে সমস্যা সমাধান করতে না পারা
৪. কেন এই কোর্সটি আলাদা?
স্কুল কলেজে যেভাবে রুল মুখস্ত করিয়ে গ্রামার পড়ানো হয়, এই কোর্সে ঠিক উল্টোটা করা হয়েছে। এখানে আগে রয়েছে উদাহরণ, এরপর রুল। কোনো রুল মুখস্থ না করেই শুধু উদাহরণ প্র্যাকটিস করেই গ্রামার শিখে ফেলে যাবে এই কোর্সের মাধ্যমে।
৫) যেভাবে কোর্সটি কমপ্লিট করবেন এবং সার্টিফিকেট পাবেন:
সম্পূর্ণ কোর্সে ভিডিও, কুইজ, এবং নোট এই ৩ ধরণের কনটেন্ট রয়েছে। কোর্সটি কমপ্লিট করে সার্টিফিকেট পেতে হলে একজন শিক্ষার্থীকে সবগুলো ভিডিও দেখে সবগুলো কুইজে অংশ নিতে হবে।
৬) যে কয়টি কনটেন্ট ফ্রি তে পাবেন:
কোর্সে মোট ১০০টি ক্লাস রয়েছে। প্রতিটি ক্লাসের জন্যেই আলাদা করে ভিডিও, কুইজ, এবং নোট এই ৩ ধরণের কনটেন্ট রয়েছে। ১ম ২টি লেকচারের ভিডিও কনটেন্ট ফ্রি। বাকি কনটেন্টগুলো দেখতে হলে কোর্সটি কিনতে হবে।
৭) যেভাবে কিনবেন:
নিজের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন অথবা সাইন আপ করুন কোর্সের নিচের “ NowBuy” অপশন ক্লিক করুন পেমেন্টের ধরণ নির্বাচন করে পেমেন্ট সম্পন্ন করুন
৮) কেনার পর যেভাবে কোর্সটি সম্পন্ন করবেন:
কেনার পর নিজের অ্যাকাউন্টের “Your Courses” অপশনে কোর্সটি পাওয়া যাবে। আপনার কোর্সটি নির্বাচন করে ‘Start Learning’ বাটনে ক্লিক করুন। সেখান থেকেই কোর্সটি করা যাবে। সবগুলো লেসন এবং কুইজ সফলভাবে শেষ করার পর পেয়ে যাবেন সার্টিফিকেট!
১) কোর্সটি কাদের জন্যে?
- স্কুল বা কলেজের যেসব শিক্ষার্থী আট- দশ বছর ধরে গ্রামার পড়ে যাচ্ছে কিন্তু তাও ইংরেজীটা শেখা হচ্ছে না;
- বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী যারা ইংলিশ অংশটা নিয়ে একটু চিন্তায় আছেন;
- বিসিএস বা যেকোনো চাকরির পরীক্ষার জন্য ইংলিশ ঝালিয়ে নিতে যান যারা।
২) একজন শিক্ষার্থীর কেন এই কোর্সটি করা উচিত?
- রুল মুখস্ত না করেও গ্রামার শেখার সহজ উপায়;
- প্রচুর উদাহরণের মাধ্যমে গ্রামারের সব বিষয় ব্যাখ্যা করা হয়েছে।
- কুইজএর মাধ্যমে নিজেকে পরখ করার সুযোগ;
- আছে প্রতিটি বিষয়ের উপর নোট; গ্রামারের যেই বিষয়গুলোতে বেশি ভুল হয় সেই বিষয়গুলোর উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে
৩) কোর্সটি কোন সমস্যাগুলোর সমাধান করবে?
গ্রামারের রুলের প্রতি অন্ধ নির্ভরতা নিয়ম মুখস্ত রাখার ঝামেলা রুল থেকে সমস্যা সমাধান করতে না পারা
৪. কেন এই কোর্সটি আলাদা?
স্কুল কলেজে যেভাবে রুল মুখস্ত করিয়ে গ্রামার পড়ানো হয়, এই কোর্সে ঠিক উল্টোটা করা হয়েছে। এখানে আগে রয়েছে উদাহরণ, এরপর রুল। কোনো রুল মুখস্থ না করেই শুধু উদাহরণ প্র্যাকটিস করেই গ্রামার শিখে ফেলে যাবে এই কোর্সের মাধ্যমে।
৫) যেভাবে কোর্সটি কমপ্লিট করবেন এবং সার্টিফিকেট পাবেন:
সম্পূর্ণ কোর্সে ভিডিও, কুইজ, এবং নোট এই ৩ ধরণের কনটেন্ট রয়েছে। কোর্সটি কমপ্লিট করে সার্টিফিকেট পেতে হলে একজন শিক্ষার্থীকে সবগুলো ভিডিও দেখে সবগুলো কুইজে অংশ নিতে হবে।
৬) যে কয়টি কনটেন্ট ফ্রি তে পাবেন:
কোর্সে মোট ১০০টি ক্লাস রয়েছে। প্রতিটি ক্লাসের জন্যেই আলাদা করে ভিডিও, কুইজ, এবং নোট এই ৩ ধরণের কনটেন্ট রয়েছে। ১ম ২টি লেকচারের ভিডিও কনটেন্ট ফ্রি। বাকি কনটেন্টগুলো দেখতে হলে কোর্সটি কিনতে হবে।
৭) যেভাবে কিনবেন:
নিজের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন অথবা সাইন আপ করুন কোর্সের নিচের “ NowBuy” অপশন ক্লিক করুন পেমেন্টের ধরণ নির্বাচন করে পেমেন্ট সম্পন্ন করুন
৮) কেনার পর যেভাবে কোর্সটি সম্পন্ন করবেন:
কেনার পর নিজের অ্যাকাউন্টের “Your Courses” অপশনে কোর্সটি পাওয়া যাবে। আপনার কোর্সটি নির্বাচন করে ‘Start Learning’ বাটনে ক্লিক করুন। সেখান থেকেই কোর্সটি করা যাবে। সবগুলো লেসন এবং কুইজ সফলভাবে শেষ করার পর পেয়ে যাবেন সার্টিফিকেট!

Post a Comment